জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের বিদ্যমান আবহাওয়া সোম ও মঙ্গলবারের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দেশের অল্পকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। একদিকে বৃষ্টি কম হচ্ছে, অন্যদিকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এদিন দেশের পাঁচটি অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে।
এদিন সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
যদিও ভারী বৃষ্টিজনিত কারণে ভূমিধসের সতর্কবার্তা নেই। সমুদ্রেও কোনো সতর্কবার্তা নেই। তবে রোববার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।