এবার নতুন যে পেশায় যুক্ত হচ্ছেন অভিনেতা আদিত্য

এবার নতুন যে পেশায় যুক্ত হচ্ছেন অভিনেতা আদিত্য

বিনোদন ডেস্ক : বলিউডে দশ বছর আগে ‘আশিকি টু’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন আদিত্য রায় কাপুর। এরপর ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ দর্শকদের নজর কেড়েছেন আদিত্য। তবে শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। যুক্ত হচ্ছেন নতুন পেশায়।

এবার নতুন যে পেশায় যুক্ত হচ্ছেন অভিনেতা আদিত্য

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য জানান, অভিনয়ের পাশাপাশি এ বার গানের দিকেও নজর দিতে চান এই অভিনেতা।

তিনি বলেন, অনেকদিন ধরেই নিজের একটি অ্যালবাম করার আগ্রহ রয়েছে আমার। আমি গত কয়েক বছর ধরেই গান লিখছি, সুরও দিচ্ছি। আমি একা নই, আমার বেশ কিছু বন্ধুও রয়েছে এই অ্যালবাম তৈরির কাজে। আমার মনে হয়, এবার সেই গানগুলোকে প্রকাশ্যে আনার সময় হয়েছে।

তবে নিজের সিনেমায় আদিত্যকে গান গাইতে দেখা যাবে কী না? এমন প্রশ্নের জবাবে অভিনেতা জানান, এই বিষয়ে চিন্তাভাবনা থাকলেও তা বাস্তবে কখনও রূপায়িত হয়নি।

এ প্রসঙ্গে ‘আশিকি টু’ খ্যাত নায়ক আরও বলেন, নির্মাতা মোহিত সুরির সঙ্গে ‘আশিকি টু’ সিনেমার কাজ চলাকালীন গান গাওয়ার বিষয়টি নিয়ে কথাও হয়েছিল। এমনকি স্টুডিওতে গিয়ে গানও গেয়েছিলাম। তবে সেই গান আর রেকর্ড করা হয়ে ওঠেনি।