বিজ্ঞানীরা আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যে দূরের কোন গ্রহে প্রাণের আশা করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে নতুন এক সৌরজগতের আবিষ্কারের ফলে বিজ্ঞানীদের মধ্যে এ ধারণা দৃঢ় হয়েছে। সোলার সিস্টেম নিয়ে নতুন গবেষণার ফল এটি।
বিজ্ঞানীরা এটিকে পারফেক্ট বা নিখুঁত সৌরজগৎ হিসেবে আখ্যায়িত করেছে। এই সৌরজগতের বৈশিষ্ট্য একেবারেই অনন্য। সেখানকার নক্ষত্রটি খুবই উজ্জ্বল। এর ফলে ভূপৃষ্ঠ ও মহাকাশে থাকা টেলিস্কোপ ব্যবহার করে অনেক বিষয়ে বিস্তারিত গবেষণার সুযোগ পাওয়া যাবে।
সেখানকার পরিবেশ কেমন, কীভাবে এই গ্রহ গঠিত হবে এসব নিয়ে বিস্তার ধারণা লাভ করা যাবে। এরকম উজ্জ্বল সৌরজগৎ এর আগে পর্যবেক্ষণ করার তেমন সুযোগ পাওয়া যায়নি। এই সৌরজগতের ছয়টি গ্রহ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
আমাদের সৌরজগতের সাথে এটির বেশ পার্থক্য রয়েছে। আমাদের সৌরজগৎ গঠিত হয়েছিল বড় বিস্ফোরণের মাধ্যমে। আমাদের সৌরজগতের গ্রহের আকারে বড় ধরনের তারতম্য রয়েছে। নতুন সৌরজগৎ গঠিত হয়েছে তুলনামূলক শান্ত পরিবেশে।
গ্রহগুলোর আকার আকৃতিতে বিশাল তারতম্য নেই। স্থিতিশীল অবস্থায় কোন সৌরজগতের সন্ধান পাওয়া যায়নি। এই সিস্টেমের সবকিছু আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার জন্য আদর্শ অবস্থায় আছে। গ্রহগুলো অত্যন্ত চমৎকারভাবে সজ্জিত এবং উজ্জ্বল নক্ষত্র রয়েছে। শতকোটি বছর আগে এটি গঠিত হলেও এখানে তেমন নাটিকীয় কোন পরিবর্তন ঘটেনি। এ বছরের সেপ্টেম্বরে নতুন গ্যাসের উদ্ভাবন করেছে জ্যোতির্বিজ্ঞানীরা।
সৌরজগতে জীবিত প্রাণী থাকলে এ ধরনের গ্যাসের উদ্ভব ঘটে বলে বিজ্ঞানীরা মনে করেন। কাজেই নতুন সৌরজগতে প্রাণের অস্তিত্ব থাকবে বলে আশা করা হচ্ছে। তবে নতুন সৌরজগতের পৌঁছাতে মানুষের অনেক বেশি সময় লেগে যাবে। নাসা শীঘ্রই বৃহস্প্রতিতে নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।