বিনোদন ডেস্ক: জমে উঠেছে কাতার বিশ্বকাপ। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এশিয়ার দল সৌদি আরব। এই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ধসিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। সবাইকে চমকে দিয়ে ২-১ গোলে জয় তুলে নিয়েছে তারা।
এমন অবস্থায় নতুন রেকর্ড গড়েছে কাজল আরেফিন অমির নতুন নাটক ‘ব্যাচেলরস ফুটবল’। ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত ২১ নভেম্বর রাতে প্রকাশ্যে এসেছে ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ পেয়েছে, যা অমির নিজের সব রেকর্ডই ভেঙে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়ে কাজল আরেফিন অমির লিখেছেন, “বাংলাদেশে সিঙ্গেল ড্রামা দ্রুততম ১ মিলিয়ন ছিল ‘ব্যাচেলরস কোরবানি’, যা ৪ ঘন্টায় ১ মিলিয়ন হয়েছিল। সেটাকে অতিক্রম করে আপনাদের ভালোবাসায় ‘ব্যাচেলরস ফুটবল’ মাত্র ৩ ঘন্টায় ১ মিলিয়ন অতিক্রম করে নতুন রেকর্ড করল।”
অমির আরও লিখেছেন, “ধন্যবাদ দর্শক আমাদের পাশে থাকার জন্য। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। 🙏🙏🙏”
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel