জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলাসহ ১০টি আন্তঃনগর ট্রেন সোমবার (১০ মার্চ) থেকে নতুন সময় অনুযায়ী চলছে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় ছেড়ে যায়।
একই ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে বিকেল সাড়ে ৪টায় রওনা দেবে। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে বিকেল সোয়া ৫টায়। একই ট্রেন চাঁদপুর থেকে আগের নিয়মে ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।
জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়বে বিকেল সাড়ে ৫টায়। জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে ৮টায়। কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পর্যটক এক্সপ্রেস সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ছাড়বে বিকেল ৪টায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টায় ছাড়বে। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় সকাল ৭টায়। ঢাকা থেকে টাঙ্গাইলের ভুঞাপুরগামী জামালপুর এক্সপ্রেস বিকেল সাড়ে ৪টার পরিবর্তে বিকেল সোয়া ৫টায় ছাড়বে। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ছাড়বে রাত ১১টায়।
চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে দুপুর সোয়া ২টায়। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় সকাল ৬টায়। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১০টা ২০ মিনিটে রওনা দেবে। সৈকত এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত ৮টায়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী বেলা ৩টায়, ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায়, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায় এবং ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় রওনা দেবে। সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় ছাড়বে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় ছাড়ছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।