বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টওয়াচ। কেউ শরীর ঠিক রাখতে, কেউ স্বাস্থ্য-সম্পর্কিত ফিচারগুলোর জন্য, আবার কেউ স্টাইলের কথা ভেবে স্মার্টওয়াচে ঝুঁকছেন।
এদিকে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করলো রিয়েলমির নতুন স্মার্টওয়াচ Dizo Watch S। স্মার্টওয়াচটিতে আছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড এবং ২৪x৭ হার্ট রেট ও স্লিপ মনিটর। এছাড়া থাকছে ১৫০টিরও বেশি ওয়াচফেস।
নতুন ডিজো স্মার্টওয়াচটি ১.৫৭ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লের সঙ্গে এসেছে। যা ইনপুট টাচ সাপোর্ট করবে। এর ডিসপ্লের ওপরে রয়েছে একটি কার্ভড গ্লাসের আচ্ছাদন এবং এর পিক ব্রাইটনেস ৫৫০ নিট।
ঘড়িটিতে ফিটনেস প্রেমীদের জন্য থাকছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, জিমনাসটিক এলিপটিক্যাল, যোগা, ক্রিকেট-ফুটবলসহ ১১০টি স্পোর্টস ফিচার। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখাবে ঘড়িটি।
ব্যবহারকারী ঘড়িটিতে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। হার্ট রেট সেন্সর এবং স্লিপ মনিটরিং সেন্সর তো থাকছেই। এমনকি নারী ব্যবহারকারীদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকও করবে স্মার্টওয়াচটি।
পানি ও ধুলা ময়লা থেকে সুরক্ষা দিতে এটি আইপি ৬৮ রেটিংও থাকছে এতে। রিয়েলমির অন্যান্য ঘড়িগুলোর মতো এটিও অ্যাপের মাধ্যমে চালাতে পারবেন। সেক্ষেত্রে ব্যবহারকারী অ্যান্ড্রয়েড অথবা আইওএস যে কোনো ডিভাইসে ডিজো অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
ডিজো ওয়াচ এস স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ২ হাজার ২৯৯ টাকা। তবে প্রারম্ভিক অফারে আগামী ২৬ এপ্রিল থেকে ফ্লিপকার্টে এটি পাওয়া যাবে ১ হাজার ৯৯৯ টাকায়। ক্ল্যাসিক ব্লাক, গোল্ডেন পিঙ্ক এবং সিলভার ব্লু এই তিনটি কালার অপশনে ঘড়িটি পাওয়া যাচ্ছে। সূত্র: এনডিটিভি গ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।