বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো নোট সিরিজের তিনটি নতুন স্মার্টফোন একসঙে নিয়ে আসলো শাওমি বাংলাদেশ।
স্মার্টফোনগুলো হলো- রেডমি নোট ৯ প্রো, রেডমি নোট ৯এস এবং রেডমি নোট ৯।
রবিবার থেকে শুরু করে দেশে শাওমির অথোরাইজড স্টোর, রিটেইল পার্টনারদের স্টোর ও ডিলবাজারে এ স্মার্টফোনগুলো পাওয়া পাওয়া যাচ্ছে।
রেডমি নোট ৯ প্রো: ফোনটি গ্রেসিয়ার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রে এবং ট্রপিক্যাল গ্রিন এ তিনটি রঙে পাওয়া যাবে। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে আসছে ফোনটিতে। যার দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা।
রেডমি ৯এস: ডিভাইসটি আসবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। দাম যথাক্রমে ২২,৯৯৯ এবং ২৫,৯৯৯ টাকা। এটি পাওয়া যাবে ইন্টারস্টেলার গ্রে ও অরোরা ব্লু এ দুই রঙে।
রেডমি নোট ৯: ফোনটি ফরেস্ট গ্রিন ও মিডনাইট গ্রে রঙে। এটি পাওয়া যাবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে। যার দাম ১৯,৯৯৯ টাকা। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।