তীব্র খরায় শুকিয়ে যাওয়া নদীর তলদেশে দেখা মিললো প্রায় ১১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ডাইনোসরের ভ্যালি স্ট্রিট পার্কে দেখা মিলেছে এসব পায়ের ছাপ। চলমান তীব্র তাপে শুকিয়ে গেছে পার্কের মধ্যে বয়ে চলা প্যালেপসি নদী। ফলে দৃশ্যমান হয়ে ওঠে ডাইনোসরের পায়ের ছাপগুলো।
কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত ৭ টি ডাইনোসরের পায়ের ছাপ মিলেছে। বিভিন্ন প্রকার ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে সেখানে। বিষয়টি এরকম নয় যে কেবল এক প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে এসব ডাইনোসরের ওজন হতে পারে প্রায় ৭০০০ কেজি। এসব বিশাল ডাইনোসরের উন্মুক্ত চারণভূমি হিসেবে এ জায়গা আগে ব্যবহৃত হয়েছিল। হাজার বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ এখনো বিদ্যমান আছে তা বেশ অবাক করার মতই।
তাছাড়া এতদিন ধরে প্রবাহিত হয়েছে এ ধরনের নদীতে ডাইনোসরের পায়ের ছাপ হিসেবে এত বড় গর্ত থাকতে পারে তা প্রথমে কেউ চিন্তা করতে পারেনি। এগুলো ফসিল বা শিলা হিসেবে রয়ে গেছে কিনা সেটিও ভাবার বিষয়। হয়তো অন্যান্য নদীদেও এ ধরনের ছাপ থাকতে পারে যা এখনও ডিসকভার করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।