বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনয়ে নিজের মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের মন।কোয়েলকে দর্শক যেমন পছন্দ করেন বড়পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি ও অভিনয়ের জন্য, তেমনই বাংলার বিনোদন জগতের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা কোয়েলকে আরও বেশি করে পছন্দ করেন তাঁর সুব্য়ক্তিত্বের জন্য। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ার বরাদে নিয়মিত সবার সাথে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২০ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে কিছু ছবি শেয়ার করেন কোয়েল মল্লিক। ছবিতে দেখা যাচ্ছে কোয়েলের কোলে ফুটফুটে একটি বাচ্চা। তবে বাচ্চাটি না নয় তা স্পষ্ট বুঝা যাচ্ছে পোস্টের ক্যাপশন থেকে। অভিনেত্রীর খুব কাছের এক বান্ধবী এই মিষ্টি শিশুর জন্ম দিয়েছেন বলে জানান তিনি।
সম্প্রতি কোয়াল মল্লিক অভিনয় করছেন ‘মিতিন মাসি’ নামে চলচ্চিত্রে। ‘হাতে মাত্র তিন দিন’ গল্পটি অবলম্বনে ছবিটি তৈরি করছেন অরিন্দম শীল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।