নবজাতককে হাসপাতালের বিছানায় রেখে পরীক্ষার টেবিলে বসলেন নার্গিস!
আন্তর্জাতিক ডেস্ক: ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেওয়ার আধাঘণ্টা পরই মাধ্যমিকের পরীক্ষা দিলেন ভারতের মালদার কুতুবপুর গ্রামের নার্গিস পারভিন নামের এক নারী। গত মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়েই মাধ্যমিকের জীব বিজ্ঞান পরীক্ষা দেন ওই শিক্ষার্থী।
ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে, সময়ের ব্যবধান মাত্র ৩৫ মিনিট। বেলা ১১টা ২৫ মিনিট তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বেলা ১২টা নাগাদ হাতে কলম নিয়ে তিনি বসলেন জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে।
জানা গেছে, সকাল ৬টা নাগাদ প্রসব ব্যথা নিয়ে হাতিমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ গাজলের হাতিমারি গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন তিনি। এরপর প্রসবের ৩৫ মিনিটের মাথায় মাধ্যমিকের জীব বিজ্ঞান পরীক্ষায় অংশ নেন সেই পরীক্ষার্থী।
হাসপাতালেই যাতে তাঁর পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হয় সে ব্যাপারে আবেদন জানায় নার্গিস। তাঁর কথা শুনে হতবাক হয়ে যান চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। অবশেষে হাতিমারি গ্রামীণ হাসপাতালেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার কর্মকর্তারাও দ্রুত চলে যান হাসপাতালে। পরীক্ষার্থীর যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেদিকে সবরকম খেয়াল রাখা হয়। পরীক্ষার জন্য গোটা বছর ধরেই প্রস্তুতি নিয়েছিল নার্গিস। সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।