নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

জুমবাংলা ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এরপর মজিবুর রহমান চৌধুরী নিক্সন, পংকজ নাথ, এ কে আজাদ, আমাতুল কেয়া কিবরিয়া , জয়া সেনগুপ্তা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেন ও শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জি এম কাদের, মো. মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যগণ, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকও শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন, জাসদের ১ জন, কল্যাণ পার্টির ১জন এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৬১ জন শপথ কক্ষে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মাননীয় স্পীকারের কার্যালয়ে ঢাকা-৪ আসন হতে জয়ী স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেনকে স্পীকার শপথ বাক্য পাঠ করান।