নববধূকে দেখে তর সইল না আর, নতুন বরের কাণ্ড

নববধূ

বিনোদন ডেস্ক : দেশে এখন বিয়ের মরসুম চলছে। এই সময়ে, বর-কনের অনেক সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। বিয়ে সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা খুব পছন্দও করেন।

নববধূ

এর মধ্যে কিউট কনেদের ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যখনই বর-কনে সম্পর্কিত কোনও ভিডিও বা ছবি ইন্টারনেটে আপলোড করা হয়, তখনই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

এই ধারাবাহিকতায়, কনের ছাদনাতলায় প্রবেশের একটি ভিডিও সম্প্রতি ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি মালাবদলের ঠিক আগের। ভিডিওতে দেখা যায় হবু বর তার কনেকে দেখে নিজেকে সামলাতে পারেন না এবং সবার সামনে তাকে একদম কোলে তুলে নিতে শুরু করে দেন।

কীভাবে তৈরী হলো কাঁচা বাদাম গান, দাদার সামনে ফাঁস করলেন ভুবন বাদ্যকর

এমন অবস্থা হয় যে পাত্রীও এটা দেখে অবাক হয়ে তাকে থামাতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, বর এই কাজ করলেই লজ্জায় লাল হয়ে যান কনে।

ভিডিওতে দেখা যায় বরমালার জন্য নাচের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন কনে। একই সময়ে, বর মঞ্চে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর পরে, বর যখনই কনেকে তার সামনে দেখতে পায়, তখনই সে তার কাছে পৌঁছে যায়।

ভিডিওতে দেখা যায়, বর নিজেকে সংযত করতে না পেরে গানের ছলে তাকে ওঠানোর চেষ্টা করেন। ভিডিওটি দেখতে ক্লিক করুন