জুমবাংলা ডেস্ক : মাগুরার মহম্মদপুর উপজেলায় নববিবাহিতা স্ত্রী মনিরা খাতুনকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুন্সী জিয়ারুলের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন একই উপজেলার দাতিয়াদহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে।
নিহতের বাবা আরিফ মোল্যা অভিযোগ করে জানান, চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ১০ হাজার টাকা জিয়ারুলকে যৌতুক দেয়া হয়। এর কিছুদিন পরে জিয়ারুল আরও ৩০ হাজার টাকা দাবি করে। গত এক মাস ধরে ৩০ হাজার টাকা আনতে মনিরাকে চাপ দেয় তার স্বামী।
টাকা আনতে অস্বীকার করলে মনিরাকে ব্যাপক মারধর করে। যৌতুকের ওই ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মনিরাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী জিয়ারুল। মনিরা ঘটনাস্থলেই নিহত হয়।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, মনিরা তার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাটত স্বামীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।