বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এশিয়ার পর এবার আফ্রিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের দুই শহরে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচগুলো।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলসাওরা। তিন দিন পর, অর্থাৎ ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।
সিবিএফ এক বিবৃতিতে জানায়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলোয়াড়দের ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতেই এ সূচি সাজানো হয়েছে।
সাম্প্রতিক ফিফা উইন্ডোতে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও জাপানের বিপক্ষে হার মানতে হয় আনচেলত্তির দলকে।
এবার প্রতিপক্ষ আফ্রিকার প্রতিনিধিরা—যাদের বিপক্ষে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল বছর দুয়েক আগে। সেবার সেনেগাল ৪-২ গোলে হারিয়ে চমকে দিয়েছিল হলুদ জার্সিধারীদের।
অন্যদিকে, তিউনিসিয়ার সঙ্গে দুই বারের লড়াইয়েই বড় জয় পেয়েছে ব্রাজিল, তবে এবার উত্তর আফ্রিকার দলটি নিজেদের আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলেই দাবি করছে। ইতোমধ্যে তারা আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের বাছাইপর্ব পার করেছে।
ফলে, নভেম্বরের এই দুটি ম্যাচ শুধু প্রস্তুতি নয়—আত্মসম্মান ও অভিজ্ঞতার লড়াইও হতে যাচ্ছে ব্রাজিলের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।