আরও একটা বড় ধাক্কা খেতে হলো ব্রাজিলকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচে ব্রাজিল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন ভিনিসিয়ুস। করেছেন দারুণ এক হ্যাটট্রিক। কিন্তু ম্যাচ চলাকালে আর ম্যাচের শেষে যে দুঃসংবাদ হজম করতে হয়েছে তাদের, সেটা হয়ত মুছে দেবে ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের আনন্দটাকে।
ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে মিনিট বিশ পার হতেই বড় আঘাতটা পায় রিয়াল ও ব্রাজিল। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।
পরে রিয়াল মাদ্রিদের ক্লাব সূত্রেই জানা যায়, আরও একবার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেই সময়টা ঠিক কতখানি তা জানা যায়নি। যদিও ইনজুরির ধরণ বলছে, অন্তত নয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত বছরের অগাস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন। নেইমার জুনিয়রও মাঠের বাইরে ছিলেন এই ভয়ানক ইনজুরির কারণে। চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় মিলিতাও। একই চোটে এর আগে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল।
চোটের কারণে এবারে রিয়াল মাদ্রিদ অবশ্য আগে থেকেঅ আছে নাজুক অবস্থায়। দলের বাইরে আছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ও ডিফেন্ডার ডেভিড আলাবা। এবার মিলতাও ও ভাস্কেজকে হারিয়েছে তারা।
সবশেষ ম্যাচে জয়ের পরেও লা লিগায় ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী রিয়াল, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।