জুমবাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘নরডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে তিনটি দেশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ আমন্ত্রণ পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন।
আগামী ৬ ফেব্রুয়ারি ‘নরডিক ডে’ উদযাপন করবে নরডিক দেশগুলো। ওই অনুষ্ঠানে উপস্থিত হতে সম্মতি দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় উপস্থিত তিনটি দেশ জীববৈচিত্র্য রক্ষা, নদীদূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উত্তর ইউরোপের পাঁচটি দেশ—আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ফ্যারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যবর্তী বথনিয়া উপসাগরে অবস্থিত আল্যান্ড দ্বীপপুঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্য উদযাপন করার দিন হচ্ছে ‘নরডিক ডে’। ১৯৬২ সাল থেকে দিবসটি পালন করছে তারা।
ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন—এই পাঁচটি দেশ নরডিক সহযোগিতাসংক্রান্ত ‘হেলসিঙ্কি চুক্তি’ স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে নরডিক দেশগুলো একে অন্যের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা শুরু করে। চুক্তি অনুসারে, এই দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে, যেমন অর্থনীতি, শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা প্রভৃতি। স্বাক্ষরিত হেলসিঙ্কি চুক্তি নরডিক দেশগুলোর মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে কাজ করে।
নরডিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত একটি আন্তসরকারি সংস্থা হচ্ছে নরডিক কাউন্সিল। বর্তমানে নরডিক কাউন্সিলের ৮৭ জন সদস্য রয়েছেন। নরডিক কাউন্সিলের প্রধান কার্যালয় ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত। এই কাউন্সিলের নিজস্ব পতাকা, এমনকি জাতীয় সংগীতও রয়েছে। এর আওতায় কোনো নরডিক দেশের নাগরিক অন্য কোনো নরডিক দেশে বসবাস ও ভ্রমণ করতে পারেন। তারা সেই দেশের নাগরিকদের মতো একই সুবিধা পেয়ে থাকে।
নানা বিতর্কে বিজয় কনসার্ট, কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা
নরডিক দেশগুলো প্রতিবছর বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে এ অনুষ্ঠান আন্তর্জাতিকভাবে পালন করে। বাংলাদেশে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাস নরডিক ক্লাবে দিবসটি উদযাপন করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।