জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী হাসান উদয় (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (১১ ডিসেম্বর) রাতে শিবপুর উপজেলার ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র মেহেদী হাসান উদয় শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার মুস্তফা মিয়ার ছেলে এবং ঢাকা তেজগাঁও কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কলেজ ছাত্র মেহেদী হাসান উদয় রাত সাতটার দিকে বাড়ীর পাশে ডাকবাংলোর সামনে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর উপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে তার বন্ধু ও আশেপাশের লোকজন দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে উদয় হত্যার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।