জুমবাংলা ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে নরসিংদী জেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান গত ২০ মার্চ সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার গোলাপ চত্ত্বরে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণের সরাসরি তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত তালিকা এবং ২ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রাপ্ত ৩২ হাজার ২৬১টি পরিবারসহ মোট ৬৮ হাজার ৩৫৩টি উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়।
যার মধ্যে সদর উপজেলায় ১৭হাজার ৬৯২ টি, পলাশ উপজেলায় ৮ হাজার ২৫টি, শিবপুর উপজেলায় ৭হাজার ৮৯৯টি, রায়পুরা উপজেলায় ১৮হাজার ৫৭৯টি, মনোহরদী উপজেলায় ৯হাজার ৭০৯টি এবং বেলাব উপজেলায় ৬ হাজার ৪৪৯টি উপকারভোগী পরিবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ পায়। প্রথম পর্যায়ের বিক্রয় কার্যক্রমে ২ লিটার সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল, ২ কেজি চিনিসহ মোট ৪৬০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়।
রমজানের শুরুতে ২য় ধাপে আবারও পণ্য বিতরণ করা হবে যার মধ্যে ছোলা অর্ন্তভূক্ত থাকবে।
নরসিংদী জেলায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম জনপ্রতিনিধিদের সমন্বয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেরেছন এ জেলার উপকারভোগী এবং সুধীজন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।