জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় লালমিয়ার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আহতরা হলেন, গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২)। তিনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন- একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।
জানা যায়, নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের ছেলেকে মারধর করে মোসাদ্দেকের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে লাল মিয়ার সমর্থকরা মোসাদ্দেকের সমর্থকদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।
টঙ্গীতে জুবায়ের-সাদপন্থীদের ব্যাপক সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।