নরসিংদীর মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের গোখলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলীকে (৪৬) প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এলাকার চিহ্নিত একটি চক্র। নিজেদেরকে বিএনপির লোক পরিচয় দিয়ে প্রবাসী মোহাম্মদ আলীর জমি দখল করে বাড়ি নির্মাণ করে ওই গ্রামের হাবিবুর রহমান হাবু গং। এলাকার ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা শালিস করে হাবিবুরকে নির্দেশ দেয় দখলকৃত জায়গা থেকে বাড়ি উচ্ছেদের। বাড়ি ভেঙে সরিয়ে নিলেও কমেনি তাঁর ক্ষোভ।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাবিবুর রহমান হাবু ও তাঁর ভাই শফিকুল ইসলাম জমির মালিক মোহাম্মদ আলীর বাড়িতে এসে তাঁকে তাঁর মায়ের সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ সময় তাঁরা মোহাম্মদ আলীর মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
প্রাণনাশের হুমকির ঘটনায় মোহাম্মদ আলী সেদিনই মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ। তিনি এএসআই মো. হারেছ মিয়াকে ঘটনাস্থলে পাঠান বিষয়টি খতিয়ে দেখতে। এসময় হাবু ও শফিকুল দৌড়ে পালিয়ে যায়। তবে হাবুর স্ত্রী ও শাশুড়ি ঘটনার সত্যতা স্বীকার করেন পুলিশের কাছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে। কোনও দলের নাম ভাঙিয়ে কাউকে কোনও অপকর্ম করতে দেওয়া হবে না। এ ধরনের হুমকি আইনের স্পষ্টত লঙ্ঘন। আমরা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেব।
ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, ‘পুলিশ আসার ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে হাবুর ভাই শফিকুল ও তার স্ত্রী আবারও হুমকি দিয়ে বলে, তোকে ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবো। পুলিশের কাছে যদি যেতেই হয় তাহলে তোকে খুন করে তারপর যাবো।’
স্থানীয়রা জানান, হাবু ও শফিকুল একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকলেও এখন বিএনপির লোক পরিচয় দিয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে এবং এলাকার শান্তি বিনষ্ট করছে। তাঁদের বিরুদ্ধে অন্যের জমি দখল, গাছ কেটে বিক্রি করে দেওয়াসহ নানান অভিযোগ রয়েছে। শফিকুল সবজি ব্যবসায়ী হলেও এলাকায় গোপনে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করছে একটি চক্রের পরোক্ষ-প্রতক্ষ্য সহযোগিতায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান হাবু বলেন, ‘এলাকার মেম্বার-চেয়ারম্যানকে গোনার টাইম আমার নাই। তাঁদের বিচার আমি মানি না। আমি যা চাই তা-ই হবে।’
ভুক্তভোগী মোহাম্মদ আলী থানায় তাঁর অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী মো. হাবিবুর রহমান (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে। প্রবাসে থাকার সুযোগে তারা জোরপূর্বক আলীর জমিতে বসতঘর নির্মাণ করে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠকে জমির কাগজপত্র যাচাই করে বসতঘর সরিয়ে নিতে বলা হয়। এ জন্য প্রবাসী মোহাম্মদ আলী মানবিক কারণে বিবাদীদের ৩০ হাজার টাকাও প্রদান করেন। কিন্তু ঘর না সরানোর আগেই তাঁরা উল্টো গাছ কাটতে শুরু করে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আলী নিজ বাড়িতে এসে দেখতে পান, উঠান থেকে একটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলে বিবাদীরা তাকে অশ্রাব্য গালিগালাজ করে এবং মারধরের জন্য উদ্যত হয়। পরে ৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় সালিশ বৈঠকে ঘটনাটি জানালে বিবাদীরা প্রকাশ্যে তাকে ‘জবাই করে খুন করবে’ বলে হুমকি দেয়।
প্রবাসী মোহাম্মদ আলী অভিযোগে আরও জানান, বিবাদীরা এলাকার উশৃঙ্খল প্রকৃতির মানুষ। এঁদের কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।