জুমবাংলা ডেস্ক: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে তাঁর স্বামী গলা টিপে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ রোববার দুপুরে ভরতেরকান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের তারেক মিয়ার স্ত্রী। তাঁকে গতকাল শনিবার দিবাগত রাতে হত্যা করা হয়।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে খাদিজার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলছে, তারেকের সঙ্গে তাঁর স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রাতের কোনো একসময় স্ত্রীকে গলাটিপে হত্যা করেন তারেক। পরে লাশ ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তিনি পালিয়ে যান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।