আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এক পাকিস্তানি তরুণী। আসমা শাফিক নামের ওই শিক্ষার্থী টুইটারে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। জানা গেছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে যখন প্রাণের ঝুঁকি নিয়ে দেশে ফিরছিলেন ভারতীয় শিক্ষার্থীরা। তখন কঠিন এই সময়ে বিপন্ন এই পাকিস্তানি শিক্ষার্থীকেও নিয়ে এসেছে ভারত।
এজন্য টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান ওই শিক্ষার্থী। ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আসমা শাফিক জানান, যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে বের করে আনতে সাহায্য করার জন্য আমি কিয়েভের ভারতীয় দূতাবাসের কাছে কৃতজ্ঞ।
পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আমরা খুব শিগগিরই সুরক্ষিতভাবে নিজেদের বাড়ি ফিরে যাব।
উল্লেখ্য, এরই মধ্যে ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধারে একাধিক প্লেন পাঠিয়েছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।