জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকায় তার সফরকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেয়ার অনুরোধ জানিয়ে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, এ ধরনের কর্মসূচির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। কর্মসূচির নামে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উত্তরায় র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে বিদেশের অনেক বিশিষ্ট ভিভিআইপি অতিথিরা আসবেন। তারা যেন এসে অনুষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অংশ নিতে পারেন, সেজন্য আন্তরিকভাবে কাজ করছে র্যাব। র্যাবের সদস্যদের সঙ্গে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং করা হবে।
তিনি বলেন, যারা মোদিবিরোধী কর্মসূচি পালন করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এসব থেকে বিরত থাকতে। কেননা তাদের এদেশে আসার সঙ্গে দেশের ভাবমূর্তি-সুনাম জড়িত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



