আন্তর্জাতিক ডেস্ক ; ভারতের সংসদের নিম্ন-কক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে ২৭২ টি আসন পেতে হয়। বিজেপি এককভাবে সেই সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এনডিএ জোট সঙ্গীদের নিয়েই যে তাদের সরকার গড়তে হবে, সেই প্রসঙ্গ বুধবারের ভারতের সংবাদপত্রগুলিতে লেখা হয়েছে।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা শীর্ষ শিরোনামে লিখেছে ‘গণদেবতা’। তার নীচে মূল শিরোনামে লেখা হয়েছে ‘কুর্সির পথে টানা ৩বার, দর্পচূর্ণ শরিক-নির্ভরতায়’।
প্রতিবেদনের প্রথম লাইনটা এরকম : “দর্পচূর্ণ করে জনতাই জনার্দন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নিয়ে টানা তিনবার ক্ষমতায় আসার পথে এনডিএ সরকার। পাঁচবছরের পূর্ণ মেয়াদ পরপর দুবার শেষ করে এ ভাবে তৃতীয় বার ক্ষমতায় ফেরা গত ছ’দশকে প্রথম। কিন্তু বিজেপি একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পেল না।“
এই প্রতিবেদনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লম্বাকৃতি ছবি ছাপা হয়েছে, যেখানে তিনি দুই আঙ্গুল তুলে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন এবং তার ওপরে পুষ্পবৃষ্টি হচ্ছে।
প্রথম পাতার অন্য দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী – এরা দুজনেও দুই আঙ্গুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন, সেই ছবিও আছে।
শীর্ষ প্রতিবেদনের পাশে এক কলমের একটি প্রতিবেদন রয়েছে আনন্দবাজারে, যার শিরোনাম: ‘পুনর্মানবো ভব’ বলছে যেন দেশের জনাদেশ।
লেখা হয়েছে “তাঁর ‘পরমাত্মার সন্তানের’ ভাবমূর্তিতে আজ বড় ধাক্কা দিল লোকসভা নির্বাচনের ফলাফল। রাজনৈতিক শিবির কিছুটা হালকা চালে বলছে, এ যেন ‘পুনর্মানবো ভব’।
‘মোদীর ক্ষয়… দিদির জয়’
কলকাতার আরেকটি বাংলা পত্রিকা ‘এই সময়’ তাদের শীর্ষ শিরোনাম করেছে ‘মোদীর ক্ষয়… দিদির জয়’ ।
এর নিচে পরিসংখ্যান রয়েছে ভোটের, আর তারও নিচে পাশাপাশি তিনটি শিরোনাম ছেপেছে কাগজটি।
বড় অক্ষরে মূল শিরোনামে লেখা হয়েছে ‘নিরঙ্কুশ নন, রামধাক্কা রামরাজ্যেই’, মাঝের শিরোনাম পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে : ‘মমতা বঙ্গে ফুল ফোটালেন সেনাপতি অভিষেক’ আর একেবারে ডানদিকের শিরোনাম ‘আজ বৈঠকে টিম ইন্ডিয়া’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী এবং রাহুল গান্ধী – তিনজনের ছবিই রয়েছে তিনটি প্রতিবেদনের সঙ্গে।
প্রথম প্রতিবেদনে লেখা হয়েছে যে কীভাবে ‘৪০০ পার’ এর যে স্লোগান বিজেপি দিয়েছিল, সেই আশা তাদের পূরণ হয় নি এবং আড়াইশোর গণ্ডিও একা বিজেপি পেরতে পারে নি।
পাশের চার কলমের খবরটি, যা পশ্চিমবঙ্গের ফলাফল কেন্দ্রিক, সেখানে লেখা হয়েছে “মমতা-অভিষেকের যুগলবন্দীতে বঙ্গে ফেল মোদী-ম্যাজিক। দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আর মোদী বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন – তৃণমূলের সুনির্দিষ্ট এই প্রচারের সামনেই ধূলিসাৎ হলো বিজেপির বাংলা জয়ের স্বপ্ন।“
কলকাতার আরেকটি কাগজ ‘বর্তমান’ অবশ্য জাতীয় ফলাফলের পরিবর্তে শীর্ষ শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের ফল নিয়ে। তারা লিখেছে, বঙ্গে মমতা ঝড় । এর নিচে অবশ্য তারা এই উপ-শিরোনামও দিয়েছে ‘মোদী ম্যাজিক শেষ ভরসা এনডিএ’।
শিরোনামে পশ্চিমবঙ্গের ফলাফলের প্রতিফলন দেখা গেলেও প্রতিবেদনের শুরু হয়েছে এভাবে : “পরাস্ত বিদ্বেষ-বিভাজন। প্রত্যাখ্যাত ধর্মের রাজনীতি। স্পষ্ট ধর্মনিরপেক্ষ ভারতের বার্তা। আর সবথেকে বড় নৈতিক পরাজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।“
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।