গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল খান (২৫), মো. সোহেল (৩২), মো. শাহিন (৪২) ও খলিলুর রহমান (২৫)। এসময় তাদের কাছ থেকে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার ৩৩৭ টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, কামদেবপুর গ্রামে ইয়াবা বিক্রির খবর পেয়ে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সোহেল খান (২৫), মো. সোহেল (৩২), মো. শাহিন (৪২) ও খলিলুর রহমান (২৫) নামে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৮,৩৩৭/- (আট হাজার তিনশত সাইাত্রশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করেছে র্যাব।
নলছিটি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।