জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার এক কিশোরীর মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল।
নলছিটি গার্লস স্কুলের শিক্ষক মিলনকান্তি দাস জানান, ওই কিশোরী বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ওই ছাত্রীর মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিলো কিনা তা নিশ্চিত হতে মেয়েটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হতে পারব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।