জুমবাংলা ডেস্ক : রাতের সড়কে চালকদের কাছে আরেক আতঙ্কের নাম যানবাহনে লাগানো উজ্জ্বল সাদা আলোর এলইডি লাইট। এই লাইটগুলো চোখের ওপর প্রভাব ফেলায় চালক ও পথচারী তার সম্মুখে বিপরীত দিকে থেকে আসা যানবাহনকে ভালোমতো দেখতে পান না। যার কারণে অহরহ ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঝালকাঠির নলছিটির বিভিন্ন সড়কে ইদানীং এই লাইটের ব্যবহার অধিক হারে দেখা যাচ্ছে। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এখনই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মোটরসাইকেলচালক সোহাগ হাওলাদার জানান, আমরা নিয়মিত মোটরসাইকেলে যাত্রী বহন করি। রাতে সড়কে মোটরচালিত ভ্যান ও অটোরিকশায় এক ধরনের উজ্জ্বল এলইডি লাইট লাগানো থাকে, যার আলো চোখে পড়লে কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা দেখা লাগে। যার কারণে অনেক সময় যাত্রীরাও আতঙ্কিত হন। আমরাও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাই।
পথচারী মিল্লাত হোসেন জানান, এসব লাইটের আলো সাদা হওয়ায় আমাদের চোখের ক্ষতিও করে। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় আলো চোখে পড়লে কিছুই দেখতে পাওয়া যায় না। প্রশাসনের উচিত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আর যে সব যানবাহনে এগুলো লাগানো থাকে সেগুলোর বেশিরভাগই অনুমোদনহীন। এছাড়া কিছু মোটরসাইকেলেও এই ধরনের লাইট লাগানো থাকে, যার আলোর তীব্রতা আরো অনেক বেশি। যা চোখের সমস্যা তৈরি করতে পারে।
অটোভ্যানচালক মনির হোসেন বলেন, আমরা যে লাইটগুলো ব্যবহার করি সেগুলো এলইডি হওয়ায় আমাদের ব্যাটারির বিদ্যুত্ খরচ কম হয়। এছাড়া এগুলো অন্যান্য লাইটগুলোর থেকে দামেও অনেক সস্তা। তবে এর আলোটা চোখের জন্য সমস্যা সৃষ্টি করে সেটা আমরাও সড়কে চলার সময় বুঝতে পারি। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। এছাড়া বেশকয়েক জন সচেতন নাগরিক আমাদের এ ব্যাপারে অবহিত করেছেন। লাইটগুলো পরিবর্তন করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সূত্র : ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।