আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব সম্পর্কে ৫০০ বছর আগেই জেনেছিলেন নস্ট্রাদামুস। ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা এমনই বলছেন।
জ্যোতিষী নস্ট্রাদামুসের খ্যাতি বিশ্বব্যাপী। ১৬ শতকে ফ্রান্সে জন্ম নেয়া এ জ্যোতিষীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং লন্ডনে ১৯৬৬ সালে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডসহ অনেক ঐতিহাসিক ঘটনার ভবিষ্যদ্বাণী করার কৃতিত্ব দেয়া হয়।
নস্ট্রাদামুসের সেই তথাকথিত ‘টুইন ইয়ার বা যমজ বছর’ নামে করা ভবিষ্যদ্বাণীতে প্রাচ্যে আগত একটি প্লেগের কথা বলেন, যেটি গোটা পৃথিবীকে ধ্বংস করবে।
নস্ট্রাদামুস তার বেশির ভাগ ভবিষ্যদ্বাণী চার লাইনের কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তার কাজের বেশির ভাগ প্রকাশিত হয়েছিল ১৫৫৫ সালে প্রকাশিত বই ‘লা প্রফেটিসে’, যে বইটির জন্য তিনি বেশি পরিচিত।
এক ব্যক্তি টুইটারে লিখেন, নস্ট্রাদামুস কি ১৫৫১ সালেই করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন? একইভাবে আরেক ব্যক্তি সন্দেহ প্রকাশ করে লিখেন, আপনারা কি নস্ট্রাদামুস পড়েছেন? আমি সাধারণত পুরনো সাহিত্য পড়ি না। কিন্তু আমার ধারণা সম্ভবত করোনাভাইরাস এমন কিছু, যা আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।
অন্য একজন সরাসরিই লিখেন, ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস ১৬ শতকেই করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
কিন্তু কী লিখেছিলেন নস্ট্রাদামুস। ১৫৫১ সালে তিনি লিখেছিলেন, একটি টুইন ইয়ার (২০২০) আসবে। যখন একজন রানীর (করোনা) উত্থান ঘটবে, যিনি পূর্ব (চীন) দিক থেকে আসবেন এবং রাতের আঁধারে প্লেগ (ভাইরাস) ছড়িয়ে দেবেন। সাতটি পাহাড়সমৃদ্ধ দেশ (ইতালি) এবং মানুষকে ধুলোয় মিশিয়ে (মৃত্যু) দেবেন। বিশ্বকে ধ্বংস করে দেবে এবং বিশ্ব অর্থনীতি শেষ হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।