সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। শক্তিশালী জান্তা শাসক হিসেবে উত্থান ঘটলেও পরবর্তীতে একজন নির্বাচিত শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রবিবার (১৩ জুলাই) ৮২ বছর বয়সে লন্ডনে তার মৃত্যু হয়।
নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে মুহাম্মাদু বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর বুহারি লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে মারা গেছেন।
বুহারি ১৯৮০-এর দশকে একজন সামরিক শাসক হিসেবে দৃঢ় হাতে নাইজেরিয়া শাসন করেছিলেন এবং নিজেকে ‘রূপান্তরিত গণতন্ত্রী’ হিসেবে পুনরুজ্জীবিত করেছিলেন। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।
বুহারির মৃতদেহ নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। বুহারিকে নাইজেরিয়ার নিয়ে দাফন করা হবে।
নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মুসলিম বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন করা হবে।
বুহারি প্রথমে ১৯৮০-র দশকে একজন সামরিক শাসক হিসেবে নাইজেরিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সে সময় এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। দুর্নীতিবিরোধী দৃঢ় রাজনীতির জন্য বেশ কিছু একনিষ্ঠ অনুসারি অর্জন করেছিলেন তিনি।
বুহারি তার সমর্থক ও সমালোচকদের সবসময় বলতেন, আমি সবার এবং আমি কারও নই। বুহারি ২০১৫ সালের নির্বাচনে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে নির্বাচিত হন। ওই নির্বাচনকে এখন পর্যন্ত নাইজেরিয়ার সবচেয়ে সুষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। নাইজেরিয়ার ইতিহাসে সেবারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।