Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি স্কুল হোস্টেলে বন্দুকধারীদের অভিযানের পর কয়েকশ ছাত্রী নিখোঁজ রয়েছেন।
উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটেছে। শিক্ষক ও অভিভাবকদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আফ্রিকান দেশটিতে দ্বিতীয় বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়, শুক্রবার সকালের দিকে অনির্দিষ্টসংখ্যাক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী দস্যুরা।
তবে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাংবির নাম প্রকাশে এক শিক্ষক বলেন, বাকি শিক্ষার্থীদের মাথা গণনার পর তিন শতাধিক শিক্ষার্থীর হিসাব মিলছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।