Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জিহাদীদের অতর্কিত হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছে। সামরিক বাহিনীর দু’টি সূত্র সোমবার এ কথা জানায়।
শনিবার দামাতরু রাজ্যের ৩০ কিলোমিটার দূরে গাজাগাঙ্গা গ্রামে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর যোদ্ধারা একটি সামরিক গাড়ী বহরের ওপর বন্দুক ও গ্রেনেড হামলা চালায়।
এতে ১৩ সৈন্য নিহত হয়েছে বলে একজন কর্মকর্তা জানান।
সেনাবাহিনীর অপর এক সূত্র জানিয়েছে, সেনা গাড়ীবহরটি দামাতরু থেকে ২০ কিলোমিটার দূরে বুনি ইয়াদি ঘাঁটিতে যাচ্ছিল।
উভয়পক্ষের যুদ্ধে জিহাদীরাও হতাহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বুনি ইয়াদি এলাকায় জিহাদীরা প্রায়ই সৈন্য ও ভ্রমণকারীদের ওপর হামলা চালায় । সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



