৭ মাস পর নাইজেরিয়ায় টুইটার চালু

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সাত মাস পর নাইজেরিয়ায় আবার চালু হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। টুইটার কর্তৃপক্ষ শর্ত মানার পর নিষেধাজ্ঞা উঠেছে বলে দাবি সরকারের। খবর ডয়চে ভেলে’র।

নাইজেরিয়ার মানুষ আবার টুইটার ব্যবহার করতে পারবেন। এই সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারবেন।

টুইটার সরকারের দেয়া বেশ কিছু শর্ত মানার পরই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। টুইটার কর্তৃপক্ষ নাইজেরিয়ায় অফিস খুলবে, একজন কর্তা নিয়োগ করবে এবং কর সংক্রান্ত দায় মেটাবে।

কেন ব্লক করা হয়েছিল?

গত ৪ জুন নাইজেরিয়ায় টুইটারকে ব্লক করে দেয়া হয়। সরকারের অভিযোগ ছিল, অ্যাক্টিভিস্টরা এমনভাবে টুইটার ব্যবহার করছেন, যার ফলে দেশের ক্ষতি হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের একটি টুইট সেন্সর করা হয়। সেই টুইটে তিনি লিখেছিলেন, সরকার বিচ্ছিন্নতাবাদীদের সেই ভাষায় জবাব দেবে, যে ভাষা তারা বোঝে। এরপরই টুইটার সেই টুইট সেন্সর করে এবং তারপর টুইটারকেই নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তখন অভিযোগ উঠেছিল, প্রেসিডেন্টের টুইট সেন্সর করার পাল্টা হিসাবে সরকার এই ব্যবস্থা নিয়েছে।

আইটি ডেভলাপমন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল এক বিবৃতিতে বলেছেন, কোম্পানির স্বার্থ বজায় রেখে, দেশের যাতে লাভ হয় তা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়া হলো।