Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাটসিনা রাজ্যের বিভিন্ন গ্রামে দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স’র।
দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে শনিবার সশস্ত্র ডাকাতদল হামলা চালালে এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।
রবিবার এক বিবৃতিতে কাটসিনার পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ থেকে ৩ টার মধ্যে এসব হামলা চালনো হয়। হামলাকারীদের অনেকের সঙ্গে ছিল একে-৪৭।
পুলিশ মুখপাত্র গ্যাম্বো ইশা ডিপিএ নিউস এজেন্সিকে বলেন, ৩০০ জনের বেশি অস্ত্রধারী এই হামলা চালিয়েছে। শিগগিরই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এক বিবৃতিতে বলেন, এই ধরণের হত্যাকাণ্ড তিনি বরদাস্ত করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।