আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা থেকে প্রায় পাঁচশ নির্যাতিত পুরুষ ও কিশোরকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধার হওয়া অনেক পুরুষ ও কিশোরদের মধ্যে অনেককে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভিযানে সন্দেহভাজন আট ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
কাদুনা রাজ্যের পুলিশ প্রধান আলি জাঙ্গা জানান, গোপন খবরের ভিত্তিতে তারা একটি বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হওয়া সবাই নাইজেরিয়ার নাগরিক না। তাদেরকে শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, অভুক্ত রাখা হয়েছে এবং কয়েক বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল।
পুলিশকে কয়েকজন উদ্ধার হওয়া কিশোর জানায়, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মনে করে পরিবার তাদেরকে ওই বাড়িতে পাঠায়। তবে পুলিশ জানায়, ওই ভবনটি কখনও স্কুল ছিল এমন কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ প্রধান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই আহত ও অভুক্ত ছিল। মুক্ত হওয়ার পর তারা অনেক বেশি আনন্দিত। বন্দিদের পরিবারের খোঁজ পাওয়ার আগে কাদুনার একটি স্টেডিয়ামে রাখা হবে।
নাইজেরীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।