আন্তর্জাতিক ডেস্ক : ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (৯ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। খবর রয়টার্স
গত মঙ্গলবার নাইটক্লাবটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের পাশে দুইদিন ধরে স্বজনদের ফিরে পাওয়া আশায় অপেক্ষা করছে অনেক পরিবার। রাজধানী সান্তো ডমিনিঙ্গতে অবস্থিত জেট সেট ক্লাবের নামনে অনেক পরিবার নিখাঁজ থাকা স্বজনদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছে। অনেকে আবার নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের কাছে ছবি দিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমেরো ফিগিউরোয়া এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে বরং মরদেহ উদ্ধারে কাজ চলবে।
অন্যান্যদের মধ্যে ওই নাইটক্লাবের বাইরে ছিলেন অ্যালেক্স ডি লেয়নের সাবেক স্ত্রী। এছাড়াও ছিলেন তার একজন কাছের বন্ধু। ঘটনার পর থেকেই অ্যালেক্স তাদের খুঁজে বেড়াচ্ছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আমি তাদের কোনো খোঁজ পায়নি। মা নিখোঁজ থাকায় কান্না করছে তার দুই সন্তান। অ্যালেক্স তাদেরকে মা কাজে আছেন বলে সান্তনা দিচ্ছেন।
গাজীপুরে রাতভর অভিযান, টঙ্গীর ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহরিয়ার সহ আটক ৬
মঙ্গলবার বিকাল থেকে কর্তৃপক্ষ আর কোনো জীবিতকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৫ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.