কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ দিন ধরে শ্রেণিকক্ষ মেরামত ও বিদ্যুৎ সংযোগ না থাকায় দ্বিতীয় দিনেও বিক্ষু্ব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার (২১ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা গেছে, অধ্যক্ষের রুমে তালা ঝুঁলিয়ে শিক্ষক রুমের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে রেখেছে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মাঠে অবস্থান নেয় এবং থেমে থেমে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
সকালে প্রতিদিনের মতো জাতীয় সঙ্গীত শেষে শিক্ষকরা ক্লাস নেওয়ার জন্য শ্রেণিকক্ষে গেলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। পরে আবারও বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়েছে যে শ্রেণিকক্ষ, টয়লেট-বাথরুম, কমন রুম মেরামত ও বিদ্যুৎ সংযোগ না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, দ্বিতীয় দিনেও শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানে অচলাবস্থা বিরাজ করছে। এদিকে প্রতিষ্ঠান প্রধান লিখিত কোনও ছুটির আবেদন না করে তিনি প্রতিষ্ঠানে আসেননি। আমরা সব শিক্ষক ও ম্যানেজিং বডির সদস্যদের নিয়ে বৈঠক করছি। বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হবে।
এ প্রসঙ্গে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা খাতুন জানান, শুনলাম শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। আমি অসুস্থ তাই ছুটিতে আছি। সভাপতি ঢাকায় আছেন। তবে বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে। তিনি আসলে মিটিং করে শ্রেণিকক্ষ মেরামত ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম জানান, আমরা খোঁজ-খবর নিচ্ছি। যাতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে এবং ক্লাসে নিয়মিত হয় সে ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ওয়াদুদ মিয়ার মুঠোফোনটি বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।