স্পোর্টস ডেস্ক :গতমাসে শুরু হওয়া সিএএ-বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসাম, যেখানে ভারত-শ্রীলঙ্কা প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে অবশ্য ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য- নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট, এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার পক্ষে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম সম্পূর্ণ সুরক্ষিত। তার কথায়, ‘সম্পূর্ণ সুরক্ষিত শহর। আমরা রাস্তায় কোনোরকম সমস্যা দেখিনি।’
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পুলিশ ও র্যাফের ছড়াছড়ি। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক কোহলিকে সিএএ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে ভারত অধিনায়ক বলেন, ‘‘সিএএ নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে। কারণ এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে গুয়াহাটি আমাদের কাছে নিরাপদ বলেই মনে হয়েছে।’’
ভারতের ৩১ বছর বয়সী অধিনায়ক আরও বলেন, ‘আপনি একরকম কথা বলতে পারেন, তারপর অন্য কেউ অন্য কথা বলতে পারেন। সুতরাং যে ব্যাপারে আমার সম্পূর্ণ জ্ঞান নেই, তাতে জড়াতে চাইব না আমি, এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কিছু বলতেও পারব না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।