আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে ভারতের পুলিশ সার্ভিসের (আইপিএস) এক কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওই পুলিশ কর্মকর্তার নাম আবদুর রহমান। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদের (র্যাংক) মহারাষ্ট্র রাজ্যের মানবাধিকার কমিশনে কর্মরত ছিলেন।
বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস হওয়ার কিছু আগে আবদুর রহমান টুইটারে বিলটির নিন্দা জানান।
তিনি বলেন, এই বিল ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের বিরোধী। বিলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি মঙ্গলবার থেকে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নেন। টুইটারে পদত্যাগপত্রের ছবিও দিয়েছেন আবদুর রহমান।
এদিকে, দেশজুড়ে বিক্ষোভের মাঝে ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায় পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)। বুধবার (১১ ডিসেম্বর) বিতর্ক শেষে বিলটির পক্ষে ভোট দেয় ১২৫ আইনপ্রণেতা আর বিপক্ষে ভোট পড়ে ১০৫টি। এখন রাষ্ট্রপতি সম্মতি দিলেই বিলটি আইনে পরিণত হবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.