Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নাগালের বাইরে ইলিশের দাম, সরবরাহ কমের অজুহাত
অর্থনীতি ডেস্ক
Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা

নাগালের বাইরে ইলিশের দাম, সরবরাহ কমের অজুহাত

অর্থনীতি ডেস্কTarek HasanJuly 19, 20252 Mins Read
Advertisement

দীর্ঘদিন পর বঙ্গোপসাগর উপকূলের জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে আশানুরূপ রুপালি ইলিশ। তারপরও চড়া দামে বিক্রি হচ্ছে। তাই ইলিশের এলাকা উপকূলের মানুষরাও স্বাদ নিতে পারছেন না। তবে পর্যাপ্ত সরবরাহ বাড়লে ইলিশের দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইলিশের দাম

জেলে সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিলো। নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে যান জেলেরা। এরপর বৈরী আবহাওয়ার কারণে পাঁচ দফা সাগর গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এতে অনেকটা হতাশ হয়ে পড়েন জেলেরা। তবে সর্বশেষ ৫ জুলাইয়ের পর থেকে সাগরে যাওয়া বেশির ভাগ জেলেই ফিরেছেন বড় আকারের ইলিশ নিয়ে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জেলেপল্লিতে। ইলিশের চড়া মূল্যে মৎস্য সংশ্লিষ্টরা খুশি হলেও কেনার সামর্থ্য হারিয়েছেন উপকূলের সাধারণ মানুষ।

বিসমিল্লাহ-১ নামে ট্রলারের মাঝি এখলাস গাজী জানান, দীর্ঘ ৫৮ দিন পর মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে বারবার ঘাটে ফিরে এসেছি। কয়েকটি ট্রলার কিছু মাছ পেয়েছে। বেশির ভাগ ট্রলার এখনও মাছের দেখা পায়নি। সবাই মাছ পেলে দাম নিয়ন্ত্রণে আসবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০-৭৫ হাজার টাকায়। ৫০০-৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার টাকা কেজি। জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

আলীপুরের খুচরা মাছ বাজারে কথা হয় মহিপুরের ক্রেতা মোস্তাফিজুর রহমান টুকুর সঙ্গে। তিনি বলেন, আমরা ইলিশের এলাকায় বসবাস করেও কিনতে পারছি না। বর্তমানে যে দামে ইলিশ বিক্রি হচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যে নাই।

উপজেলা মৎস্য অফিস জানিয়েছেন, গত এক সপ্তাহে কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে ১২২ মেট্রিক টন ইলিশ। তারপরও ইলিশের চড়া মূল্য থাকার কারণ হিসেবে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং ইলিশ শিকারের জন্য জেলেদের প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। ট্রলার মালিকদের দাবি, এখনও অধিকাংশ ট্রলার ইলিশের দেখা পায়নি। হাতেগোনা কয়েকটি ট্রলার কিছু ইলিশ পেয়েছে। সব জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় চড়া মূল্যে ইলিশ বিক্রি হচ্ছে। আমার জানামতে এখনও সব জেলে মাছ পাননি। মাছের সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমুদ্রের উষ্ণায়ন কমায় সব প্রজাতির মাছ তীরের দিকে চলে এসেছে। ফলে জেলেরা এখন আশানুরূপ ইলিশ পাচ্ছেন। ইলিশের সরবরাহ আরও বাড়লে দাম সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking coastal fish market news Hilsa catching season hilsa fish demand vs supply Hilsa fish market news hilsa fishing ban lifted hilsa fishing cost hilsa price in Bangladesh 2025 Hilsa price update July 2025 jatka hilsa market news small hilsa price অজুহাত অর্থনীতি-ব্যবসা আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশ ১ কেজি দাম ইলিশ কেনার সামর্থ্য ইলিশ মাছ বিক্রি ইলিশ মাছের দাম কত ইলিশ মৌসুম শুরু ইলিশের ইলিশের উৎপাদন বাড়ছে ইলিশের দাম ইলিশের বর্তমান অবস্থা ইলিশের বর্তমান দাম ইলিশের মূল্যবৃদ্ধির কারণ ইলিশের সংকট কাটছে ইলিশের সরবরাহ সংকট কমের কুয়াকাটা ইলিশ খবর জেলে পল্লির খবর দাম, নাগালের বঙ্গোপসাগরে ইলিশ ধরা বরিশালের ইলিশ বাইরে বাংলাদেশের ইলিশ ২০২৫ মৎস্যজীবীদের আয় ২০২৫ মহিপুর ইলিশ বাজার মাছের বাজার কুয়াকাটা সরবরাহ
Related Posts

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

December 22, 2025
DPS

কোন ব্যাংকে ডিপিএস (DPS) করলে সবচেয়ে বেশি লাভ পাবেন? জেনে নিন

December 22, 2025
সঞ্চয়পত্রে বিনিয়োগ

টাকা থাকবে ঝুঁকিমুক্ত, আজই ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন

December 22, 2025
Latest News

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

DPS

কোন ব্যাংকে ডিপিএস (DPS) করলে সবচেয়ে বেশি লাভ পাবেন? জেনে নিন

সঞ্চয়পত্রে বিনিয়োগ

টাকা থাকবে ঝুঁকিমুক্ত, আজই ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন

সোনা

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, ভরিতে যত টাকা

ইসি

ভোটের দিন অপরাধ দমনে নতুন কৌশল নিচ্ছে ইসি

শিল্পকলা

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শহীদ হাদির ভাই

বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: শহীদ হাদির ভাই

খালেদা জিয়া ও তারেক রহমান

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Gold

খাঁটি স্বর্ণ না খাঁটি লোকসান, কেনার আগে আপনার করণীয়

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.