জুমবাংলা ডেস্ক: যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে “মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট ছাত্রলীগের উদ্যোগে রাস্তার ধারে, সরকারী বিভিন্ন কার্যালয় মাঠে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধী বৃক্ষ লাগানোর কর্মসূিচ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ চত্বওে গাছ লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ১০ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়ে আমরা গাছ লাগানো শুরু করেছি। এ সময় তিনি আরো বলেন, আমরা যে ভাবে গাছ রোপণ করছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এ ভাবে গাছ রোপণ করলে আমরা অনেক দুর্যোগ থেকে রক্ষা পাবো ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আমিন ফরাজী, মাসুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুবেল মোল্লা, উপজেলা ছাত্রলীগ সহ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া শিমুল, ইউনিয়ন যুগ্ম আহবায়ক শাওন, তুহিন, নজির আহম্মদ জুলহাস, কাউসার হামিদ ভূঁইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল হাসেম ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক শহিদ আহম্মদ, সহ সভাপতি কাজী বাবর, ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সভাপতি ফয়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মজুমদার মানিক প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।