
জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলার নাঙ্গলকোটে ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’র হটলাইনে ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছেন উপজেলা ছাত্রলীগ।
মহামারীর এ সময়ে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীরও অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তাই নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ উদ্যোগ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এমপির নামে ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন ফ্রি সেবা প্রদান করা হচ্ছে। নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’র পক্ষ থেকে গত ৫ দিনে ১০ জনকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেন।
এ সম্পর্কে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন বাসসকে বলেন, করোনা শুরু থেকেই আমরা নাঙ্গলকোটের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে নাঙ্গলকোটে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অসহায় ও জরুরি রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের জন্য ‘লোটাস কামাল অক্সিজেন ব্যাংক’ ফ্রি সেবা প্রদান করা হচ্ছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।