Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আটকের প্রায় দেড় মাস পর অবশেষে ইরানি তেল ট্যাংকারটি মুক্তি পেয়েছে। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) কয়েক দফা নাটকীয়তা শেষে জাহাজটিকে মুক্তি দেয় জিব্রাল্টার।
তবে জাহাজটি ছাড়াতে যুক্তরাজ্যের কাছে ইরানকে লিখিত দিতে হয়েছে যে, ওই জাহাজ থেকে কোনো কিছু সিসিরায় পাঠানো হবে না।
এর আগে গত ৪ জুলাই গ্রেস-১ নামে ইরানের ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের অনুরোধে আটক করে যুক্তরাজ্যের জিব্রাল্টার কর্তৃপক্ষ।
সবশেষ বৃহস্পতিবার জিব্রাল্টার আদালতে বিষয়টি নিয়ে শুনানি হয়। এসময় আটকের মেয়াদ বাড়াতে জিব্রাল্টার কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি। তবে জাহাজটি আটক রাখতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আবারও অনুরোধ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটিকে মুক্তি দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।