নাটকীয়ভাবে হারানো সন্তান ফিরে পেয়েই জ্ঞান ফিরলো মা হাতির!

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে এক হাতি ও শাবককে। নালায় পড়ে যাওয়া সন্তানকে উদ্ধারের সময় আটকে যায় মা হাতিও। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে বিশালদেহী প্রাণীটি। জাতীয় উদ্যান কর্মী, পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আসে উদ্ধারে সাফল্য। বনে ফিরে যায় হস্তীশাবক আর মা। খবর দ্য গার্ডিয়ানের। নাখোন নায়ক প্রদেশের খাও ইয়াই ন্যাশনাল … Continue reading নাটকীয়ভাবে হারানো সন্তান ফিরে পেয়েই জ্ঞান ফিরলো মা হাতির!