
জুমবাংলা ডেস্ক : নাটোরে স্বাস্থ্যবিধি অমান্য ও ভোগ্যপণ্যের দোকানে মূল্য তালিকা না রাখায় ১৮ জন ভোগ্যপণ্য ব্যবসায়ী ও এক হাট ইজারাদারকে জরিমানা করেছেন চারটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮৩০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোরে সদর, নলডাঙ্গা ও বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় এবং দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ১৮ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নলডাঙ্গা হাটে বেশি টোল আদায়ের অভিযোগে একজন ইজারাদারকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এছাড়া নাটোর সদরের করোটা পশুর হাটে টোল চার্ট প্রদর্শন, জাল নোট সনাক্তকরণ বুথ এবং স্বাস্থ্য বিধি অনুসরণ বিষয়ে হাট পরিচালনা কমিটির সদস্যদেরকে নির্দেশনা দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।