জুমবাংলা ডেস্ক: স্থানীয় চাহিদা মিটিয়ে নাটোরের উদ্বৃত্ত লক্ষাধিক কোরবানির পশু যাচ্ছে সারাদেশে।
জেলায় ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুত সাড়ে তিন লাখ কোরবানির পশুর মধ্যে উদ্বৃত্ত থাকছে এক লাখ ১৫ হাজার। উদ্বৃত্ত এসব পশু যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবছর ১৯ হাজার ৪৩৯ জন খামারী মোট তিন লাখ ৪১ হাজার কুরবানীযোগ্য পশু প্রস্তুত করেছেন। এরমধ্যে গরু এবং মহিষ এক লাখ ১২ হাজার এবং ছাগল ও ভেড়া দুই লাখ ২৮ হাজার। জেলায় এবছর কুরবানী পশুর চাহিদা দুই লাখ ২৫ হাজার। অর্থাৎ উদ্বৃত্ত থাকছে এক লাখ ১৫ হাজার।
শুক্রবার পর্যন্ত নাটোর থেকে অন্তত ৩৫ হাজার গরু ও মহিষ এবং ৫০ হাজার ছাগল ও ভেড়া গেছে রাজধানীসহ সারাদেশে।
জেলার সাতটি উপজেলা প্রাণিসম্পদ অফিস নাটোরের বাইরে স্থানান্তরিত পশুর সংখ্যা ও ধরণসহ খামারীদের নামের তালিকা সংরক্ষণ করছে। স্থানান্তরিত এসব পশুর পরিবহন এবং হাটগুলোতে অবস্থানকালে খামারীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এসব দপ্তর। এজন্যে সাতটি দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ঢাকার কচুক্ষেত, গাবতলী, মিরপুর, বারিধারা, হাজারীবাগ,বাড্ডা, মৌচাক, ক্যান্টনমেন্ট হাট, তেজগাঁও, রামপুরা ইত্যাদি হাটে গেছেন নাটোরের খামারীরা। ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলায় পশু বিপণনে ছড়িয়ে পড়েছেন খামারীরা। ওইসব হাট থেকে সফলতা বা ভালো মুনাফা অর্জনের কথাও জানালেন তারা।
বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের গরু খামারী ইসহাক আলী তাঁর খামারের ১৭টি গরু নিয়ে গেছেন নোয়াখালীর হাটে। তিনি বলেন, পশু পরিবহনে কোন অসুবিধা হয়নি। নোয়াখালিতে গরুর দাম ভালো পাচ্ছি।
সিংড়া উপজেলার ডাহিয়া বড়গ্রামের আব্দুর রাজ্জাক ১০টি গরু নিয়ে আছেন ঢাকার শাহজাহানপুর হাটে। তিনি বলেন, নাটোরের প্রাণিসম্পদ অফিস আমাদের পরামর্শ ও সাহস দিয়ে যাচ্ছে। আশাকরি, ভালো মুনাফা হবে।
নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, সপ্তাহব্যাপী এসব পশুর বিপণন কার্যক্রম চলছে। নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া খামারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলার সাতটি উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নাটোরের বাইরে যাওয়া খামারীদের সাথে যোগাযোগ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। খামারীদের বিপণন কার্যক্রম তদারক করতে সরকার প্রাণিসম্পদ বিভাগে কর্মরত সকলের ছুটি বাতিল করেছে। আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।