নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে আজ শনিবার (২৪ আগস্ট) বিষ (গ্যাসট্যাবলেট) খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬) শনিবার ভোরে নিজ ঘরে গ্যাসট্যাবলেট খেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুইজনই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝেমধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে বিষ (গ্যাসট্যাবলেট) খায় তারা।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও মান-অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।