জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নাটোর সদর ও বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১০ মে) বিকাল ৪টার দিকে মারা যান তিনি।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনি সমস্যায় ভুগছিলেন সাইফুল ইসলাম। সর্বশেষ ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ ছিলেন। ওই অবস্থায় শহরের পটুয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। তার অবস্থার অবনতি হলে গত ৫ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
মরহুম সাইফুল ইসলামের ছোট ভাই নজমুল করিম জানান, বাদ মাগরিব তাদের গ্রামের বাড়ি নলডাঙ্গার ছাতারভাগে (ডাকাতিভিটা) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে শহরের দক্ষিণ পটুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এশা ও তারাবি নামাজ শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গাড়ীখানা গোরস্থানে দাফন করা হবে।
১৯৬০ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন সাইফুল ইসলাম। ১৯৬৩ সালে রাজশাহী কলেজ ছাত্র-সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৫ সালে বৃহত্তর রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান ও ৬ দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে সময় থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নজরে আসেন সাইফুল ইসলাম। তিনি অ্যাডভোকেটও ছিলেন।
১৯৭২ সালের নির্বাচনে নাটোর সদর ও বাগাতিপাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুল ইসলাম। পরে জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখেছেন। নলডাঙ্গা থানা, নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, সোনাপাতিল-নলডাঙ্গা মহিলা কলেজ, নলডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতার ভাগ উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সাবেক এমপি ও জেলা জাতীয়পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



