Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোর শহরের বনবেল ঘড়িয়ায় ৫টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। রাতে খবর পেয়ে পুলিশ বাঘের ‘৫টি বাচ্চা উদ্ধার করে থানায় আনে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে বনবেল ঘড়িয়া বিলে আখের জমিতে শ্রমিকরা আখ কাটার সময় প্রথমে একটি বাঘের বাচ্চা দেখতে পায়।
পরে শ্রমিকরা আখের জমির ভেতর এগিয়ে গেলে একটি গর্তে আরো ৪টি বাচ্চা ও মা বাঘকে দেখতে পায়। শ্রমিকদের দেখে মা বাঘ পালিয়ে গেলে এলাকাবাসী বাচ্চা ৫টি উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ রাতে গিয়ে বাঘের বাচ্চা গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি জালাল উদ্দিন জানান, বাঘের বাচ্চা গুলো বনবিভাগের মাধ্যমে চিড়িয়াখানায় পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।