শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাব্বানী। তাঁর মৃত্যুর খবর শুনে রাত ১২টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে তাঁর বাবা ছাবেদ আলীর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, রাব্বানীরা দুই ভাই। রাব্বানী দীর্ঘদিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন ছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, রাব্বানীর মৃত্যুর খবর শুনে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এ খবর শুনে তাঁর বাবা ছাবেদ আলীও কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত ১২টার দিকে তিনিও মারা যান। ছাবেদ আলী দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।