জুমবাংলা ডেস্ক: ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ প্রতিপাদ্য নিয়ে আজ নাটোরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা ,স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের অহংকার এবং সকল নাগরিক সেবা প্রাপ্তির নিউক্লিয়াস। ভোটার তালিকায় নাম অন্তভূর্ক্তিকরণ তথা জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম সহজীকরণ ও সতর্কতার সাথে সম্পন্ন করার আহ্বান জানান বক্তারা।
সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাদিম সারওয়ার এবং স্বাগত বক্তব্য রাখেন.জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহফুজা খাতুন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাবেক সভাপতি জালাল উদ্দিন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
আলোচনা সভার পূর্বে কালেক্টরেট ভবন চত্বরে স্থির শোভাযাত্রা এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় চত্বরে নাগরিক সেবা কেন্দ্রের স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পর্যন্ত প্রতিদিন স্টলে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।